নেটফ্লিক্সে কোরিয়ান ঝড়

২ ডিসেম্বর, ২০২১ ১২:২৪  
দারুণ হই-চই ফেলে দেওয়া কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’কে হটিয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ইতিহাসে এবার শীর্ষস্থান দখল করেছে—‌‘হেলবাউন্ড’। আবার সিরিজপ্রেমীদের কাছে ‘মাই নেম’ উঠে এসেছে ট্রেন্ডের প্রথম ভাগে। প্রথম দর্শনেই সাইকোলজিক্যাল ড্রামা ঘরনার ‘হেলবাউন্ড’ ট্রেলার আর পোস্টার দেখে মনে হবে হাই বাজেটের কোনও অ্যাকশন থ্রিলার। তবে আদতে এটি ফিকশনের চেয়েও বেশি। যুক্ত রয়েছে পারলৌকি জীবনের আবেশ। প্রথম দুই পর্ব খানিকটা ধীরগতিতে এগোলেও এটা আসলে ‘ট্রেইন টু বুসান’ পরিচালক ইয়োন সাং-হোর গল্প বোনারই কৌশল। আবহসংগীত ও সিনেমাটোগ্রাফির কারণে পুরো সিরিজজুড়েই আছে থমথমে পরিবেশ। যেন পুরো পৃথিবীজুড়েই আছে চাপা আতংক। না জানি কে আবার মৃত্যুর ফরমান পেয়ে বসে। এমন শঙ্কাই মিলবে প্রথম সিজনের ৬ পর্বে। অপরদিকে প্রতিশোধের আগুন মানুষকে কতটা পোড়াতে পারে তা নিয়েই ‘মাই নেম’সিরিজ। এতে অভিনেত্রী হান সো হির দারুণ অভিনয় আপনার মনে দাগ কাটবে। এ ছাড়া বাদবাকি সবার পারফরমেন্স-এর কারণে এ সিরিজও এখন ট্রেন্ডিংয়ে সেরা স্থানে আছে। এর সিনেমাটোগ্রাফি ও অ্যাকশন কোরিওগ্রাফি  মুগ্ধ করছে নেটিজেনদের। প্রথম সিজনেই আছে ৮টি পর্ব।